বগুড়ায় এক নারীসহ আরও ৩জন করোনায় শনাক্ত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২০ ১৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪৯ বার।

বগুড়ায় নতুন করে আরো এক নারীসহ ৩জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের সবাই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া করোনায় আক্রান্ত দুই পুলিশ সদস্যের নমুনার ফলাফল পুনরায় পজিটিভ এসেছে। রোববার রাত ৯টায় দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় মোট ১৭১জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬জন ও একজন মারা গেছেন। এখন জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪জন। এর আগেরদিন শনিবার জেলায় সর্বোচ্চ ২৫ জন করোনায় শনাক্তের খবর জানায় সিভিল সার্জন অফিস।

ডা. মোস্তাফিজুর রহমান জানান, সদরের ৩জনের মধ্যে সেউজগাড়ী এলাকার ৩০ বছরের এক যুবক। তিনি ঢাকায় স্কয়ারে চাকরি করেন। ঢাকা থেকে তিনি ১৮ মে বগুড়ায় আসার পর ২২ মে নমুনা পরীক্ষা করতে দেন। 

অপরদিকে, সদরের নাটাইপাড়ার ৩৭ বছর বয়সী এক নারী।তিনি করোনায় আক্রান্ত কারারক্ষী স্বামীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। তার নমুনা সংগ্রহ করা হয় ২২ মে।

এছাড়া, শুধু সদরের ঠিকানা দেয়া ২৪ বছরের এক যুবক। রোগীর মোবাইল নম্বর ভুল দেয়ায় তার পুরো ঠিকানা ও আক্রান্তের ইতিহাস জানা যায়নি বলে জানান ডা. মোস্তাফিজুর রহমান। 

বগুড়া ডেপুটি সিভিল সার্জন আরও জানান, রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮জনের ফলাফলের রিপোর্ট আসে। সেই ফলাফল অনুযায়ী বগুড়ার ৫৯টি ফলাফলের মধ্যে নতুন করে ৩জন ও জয়পুরেরহাটের ১২৯ফলাফলে ১২জন করোনায় শনাক্ত হয়েছেন।