মোট আক্রান্ত ১৭৯

ঈদের দিন বগুড়ায় দুই চিকিৎসকসহ ৮জন করোনায় শনাক্ত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২০ ১৫:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৩৯ বার।

ঈদের দিন বগুড়ায় নতুন করে দুই চিকিৎসকসহ ৮জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভদের মধ্যে সদর উপজেলার ৪জন, সোনাতলার ২জন এবং নন্দীগ্রাম ও সারিয়াকান্দির আরও একজন করে। আক্রান্তদের বয়স ২৪ থেকে ৬৭ বছরের মধ্যে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার আক্রান্ত ৮জনকে নিয়ে জেলায় মোট ১৭৯জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে ১৬জন সুস্থ হলেও একজনের মৃত্যু হয়েছে। এখন জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬২জন। আগের দিন রোববার জেলায় তিনজনের করোনায় শনাক্তের কথা জানিয়েছিল বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তর।
সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪জনের নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৭৬টি নমুনা বগুড়ার আর বাকি ২৩টি ছিল জয়পুরহাটের।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন জানান, জেলার করোনা পজিটিভ দুই চিকিৎসকের একজনের বাড়ি বগুড়া শহরের উপশহর এলাকায়। অপরজন নন্দীগ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতালে কর্মরত। আক্রান্ত অপর ৬জনের মধ্যে শহরের নাটাইপাড়া এলাকার দু’জন এবং সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার আরও এক বাসিন্দা রয়েছেন। বাকি ৩জনের মধ্যে সোনাতলা উপজেলার পাকুল্লা এবং আগুনিয়াতাইড় এলাকার ২জন রয়েছেন। অপর একজনের বাড়ি সারিয়াকান্দি উপজেলায়। তবে তার সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জেলা স্বাস্থ্য বিভাগের কাছে নেই। ডা. মোস্তাফিজার রহমান তুহিন বলেন, ‘আক্রান্তদেরকে নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’