বগুড়ায় তুচ্ছ ঘটনায় দর্জি শ্রমিক খুন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২০ ১৬:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০১ বার।

বগুড়ায় ঘুড়ি ওড়ানোর সময় এলাকায় মোটর সাইকল নিয়ে মহড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের বিতÐার জেরে বিটুল (২২) নামে এক যুবক খুন হয়েছেন। ঈদের দিন সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সাবগ্রাম জিগাতলায় এলাকায় ওপর হামলার ঘটনা ঘটে। পরে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত বিটুল পেশায় একজন দর্জি শ্রমিক। রবিবাড়িয়া গ্রামের আব্দুল লফিতের ছেলে বিটুল শহরের নওয়াববাড়ি এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ওই হত্যাকাÐে জড়িতদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, ঈদের দিন বিকেলে সাবগ্রামের জিগাতলার একদল যুবক ঘুড়ি ওড়াচ্ছিলেন। এ সময় পাশের রবিবাড়িয়া গ্রাম থেকে বিটুলসহ তার কয়েকজন বন্ধু সন্ধ্যা ৬টার দিকে ৩টি মোটর সাইকেল নিয়ে জিগাতলা গ্রামে যান। এ সময় ঘুড়ি ওড়ানো ছেলেদের একজনের সঙ্গে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে দু’ পক্ষের মধ্যে বিতÐা শুরু হয়। এক পর্যায়ে বিটুলের এক সহযোগী ঘুড়ি ওড়ানো যুবকদের একজনকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এসময় ওই এলাকার অপর এক দল যুবক লাঠি দিয়ে বিটুলসহ তার সঙ্গীদের পেটায়। এতে বিটুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। ওসি তদন্ত রেজাউল করিম রেজা জানান, বিটুলের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে আঘাতটি গুরুতর ছিল বলেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, তুচ্ছ একটি বিষয় নিয়ে হত্যাকাÐের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। জড়িতদের গ্রেফতারে অভিযানও চলছে।