আরও মহামারির দ্বারপ্রান্তে মানবজাতি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২০ ০৮:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৬ বার।

করোনাভাইরাসই শেষ নয়। এমন অনেক ভাইরাস আবিষ্কারের দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি যা থেকে করোনার মত আরও মহামারি জন্ম হতে পারে। এমন আশংকার কথা শোনালেন চিনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি'র উপপরিচালক ও শীর্ষ স্থানীয় ভাইরাস বিশেষজ্ঞ শি জেনগ্লি।
এই বিশেষজ্ঞ বাদুড় থেকে করোনার জন্ম হয়েছে কিনা তা নিয়ে গবেষনার জন্য ইতিমধ্যেই "বাদুড় নারী" হিসাবে পরিচিতি পেয়েছেন। তিনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মানবজাতির জন্য এমন আশংকার কথা জানিয়েছেন।
'করোনার জন্য চীনই দায়ি', যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের এমন অভিযোগের কথা উড়িয়ে দিয়ে শি বলেন, বিজ্ঞানের মধ্যে রাজনীতি না ঢুকিয়ে বরং পরবর্তী মহামারী আসার আগেই প্রাণীবাহিত অজানা ভাইরাসগুলো সম্পন্ধে জানার চেষ্টায় আমাদের এক হওয়া উচিত।  
তার মতে, ভাইরাস নিয়ে যেসব গবেষণা চলছে সেসব দেশের সরকার ও বিজ্ঞানীদের আরও উদার হওয়া দরকার, সহযোগিতা হাত বাড়ানো দরকার।

তিনি উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজির বিরুদ্ধে উত্থিত সকল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তারা যেসব ভাইরাস নিয়ে কাজ করছেন সেগুলোর জেনেটিক বৈশিষ্ট করোনাভাইরাসের সঙ্গে মিলে না। এসব অভিযোগ ভিত্তিহীন।   
মহামারী ঘটাতে পারে এমন ভাইরাস নিয়ে তার সাক্ষাৎকারটি এমন সময় প্রচারিত হলো যখন গোটা বিশ্ব করোনাভাইরাস সংকট সামলাতেই ব্যতিব্যস্ত। বিশ্বজুড়ে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছুঁই ছুঁই। মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার।