মিমো ও ইমরান নামে অপর দু’জন আহত

বগুড়া ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা ফিরোজ খুন

আব্দুল আউয়াল
প্রকাশ: ২৬ মে ২০২০ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬২ বার।

করোনা দুর্যোগেও বগুড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে নেই। সন্ত্রাসীরা ফিরোজ (৩২) নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে খুন করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাসে ওই হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে মিমো ( ৩০) ও ইমরান (২৮) নামে আরও দু’জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ  (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
শহরের চকসুত্রাপুর চাপড়পাড়া মহল্লার ফজলার রহমানের ছেলে ফিরোজ আওয়ামী যুবলীগ বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মোটিভ নিশ্চিত করতে
পারেনি। যুবলীগ নেতৃবৃন্দও ওই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। 
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, ফিরোজ তার সহযোগীদের নিয়ে মঙ্গলবার বিকেলে জহুরুল নগর এলাকায় ‘মাহী ছাত্রাবাস’ নামে একটি মেসে বসে তাস খেলছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে তাদের ওপর হামলা করে চলে যায়। পরে স্থানীয় লোকজন ফিরোজ এবং তার ২ সহযোগীকে নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ফিরোজের মৃত্যু হয়। তাদের ওপর কি দিয়ে হামলা চালানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা সম্ভব হয়নি।’
শজিমেক হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ফিরোজ এবং তার ২ সহযোগীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে আনার পর পরই ফিরোজের মৃত্যু হয়। আর তার দুই সহযোগী মিমো ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের ক্লু জানার জন্য তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
যুবলীগ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানিয়েছেন, নিহত ফিরোজ যুবলীগ বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের কথা শুনেছি। কিন্তু কে বা কারা জড়িত সে সম্পর্কে কোন কিছু আমরা জানতে পারিনি। যেহেতু দিনের আলোতে হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে নিশ্চয় বেড়িয়ে আসবে।’