কিসের ইঙ্গিত দিলেন কিমের বন্ধু রডম্যান!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২০ ১৬:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

উত্তর কোরিয়ার শাসক কিম সম্পর্কে আমেরিকান বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের সাম্প্রতিক করা একটা মন্তব্য কিমের অন্তর্ধান রহস্যকে আরও উসকে দিয়েছে। রডম্যান বলেছেন, কিমের কিছু একটা সমস্যা হয়ে থাকতে পারে। এই ক্রীড়াবিদ কিমের ঘনিষ্ট বন্ধু হওয়ার সুবাদে তার এমন উক্তিতে ভ্রু কুচকাচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ। এ কিসের ইঙ্গিত ! তাহলে কি সকল জল্পনা কল্পনা সঠিক। কিম বেঁচে নেই, ধরিত্রিতে বিচরণ করছে কিমের ডাবল।
বেশ কিছুদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর মে মাসের শুরুতে হঠাৎ-ই প্রকাশ্যে আসেন কিম। এক উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আবার হারিয়ে যান। মিডিয়ার মুখ বন্ধ করার জন্যই হয়তো সংক্ষিপ্ত সময়ের জন্য প্রকাশ্যে এসেছিলেন উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক। এরপর মাস হতে চললো। তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আড়াল থেকেই তিনি নাকি রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশ করছেন।  
কিমের ওই আমেরিকান বন্ধু ডেনিস রডম্যান ২০১৩ সালে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। কিমের সাথে সখ্যতার শুরু সেখান থেকে। কিম সাধারণত কারো সঙ্গে মেলামেশা করেন না। কোন আমেরিকানের সাথেতো নয়ই। কিন্তু রডম্যান তাকে পেয়ে বসেছিল। একসাথে খেলা দেখা, হাসিঠাট্টা করা, আড্ডা দেয়া। প্রকাশ্যেই এসেছে সেসব ছবি।  
ব্রিটেনের গুড মর্নিং অনুষ্ঠানের সঞ্চালক পাইয়ার্সকে সেই রডম্যান বলেছেন, "আমি এতটুকু বলতে পারি যদি কিমের বোনকে টিভিতে বেশি বেশি দেখা যায়, তবে বুঝে নিতে হবে কিমের কিছু একটা সমস্যা হয়েছে।" ব্যাস, রডম্যানের এই কথাটি স্ফুলিঙ্গের মত চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে কিমের অনুপস্থিতিতে সত্যি সত্যিই তার বোনকে নিয়মিতভাবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। ফলে সন্দেহের দানা বাঁধছে সবার মনে। সত্যিই কি কিমের কিছু হয়েছে?  
অনেকেই বলছেন, উত্তর কোরিয়ার শাসকদের ব্যাপারে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়। এজন্য রডম্যানের আরও কিছু বলার থাকলেও বলতে পারছেন না হয়তো।  
চলতি মাসের শুরুতে কিমের বোনকে 'সুইটহার্ট' বলে মন্তব্য করেছিলেন রডম্যান। এতেই বোঝা যায়, কিমের পরিবারের সাথে রডম্যানের ঘনিষ্টতা কতটুকু। তিনি আরও বলেন আমি বেড়াতে গেলে বেশ যত্ন করেছিল সে।

পুণ্ড্রকথা/জাআ/২৬-০৫-২০২০