বগুড়ায় করোনা থেকে সুস্থ হলেন শজিমেকের চিকিৎসকসহ ২জন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২০ ১১:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৪ বার।

বগুড়ায় নতুন করে আরও দুইজন করোনা থেকে  সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক  এ কে এম রেজাউল ইসলাম এবং  সোনাতলা জোড়গাছা এলাকার আল আমিন। নমুনার ফলাফলে নেগেটিভ আসায় বুধবার দুপুর দুইটার দিকে তাদের ছাড়পত্র দেয়া হয় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মোমিন। 

এই নিয়ে জেলায় মোট ১৯০জন আক্রান্তের মধ্যে ১৮জন সুস্থ হলেন। তবে জেলায় এ পর্যন্ত একজন করোনায় মারা গেছেন। 

জানা গেছে,  গত ১৪ মে নারায়নগঞ্জ থেকে বগুড়ায়  আসেন আল আমিন। গার্মেন্টসকর্মী সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকার আল আমিন ওই দিনই তার নমুনা পরীক্ষা করতে দেন। পরে ১৭ নে নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। 

অপরদিকে, শজিমেকের চিকিৎসক রেজাউল ইসলাম তার নমুনার ফলাফলে ১৮ মে করোনায় পজিটিভ আসে। তিনি স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন। 

ডা. খায়রুল বাশার জানান, এখন মোহাম্মদ আলী হাসপাতালে ২৭জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে  ২৪জন করোনায় পজিটিভ বাকি  ৩জন উপসর্গ নিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন।