ইউনাইটেড হাসপাতালে আগুন: নিহত ৫

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২০ ১৯:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে বুধবার রাত ১০টার দিকে আগুন লাগে। এ ঘটনায় আইসোলেশনে চিকিৎসাধীন পাঁচজন রোগীই মারা গেছেন বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানিয়েছেন। তবে কেউ আহত হননি।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলেন, হাসপাতালের মূল ভবনের পার্শ্বে মাসখানেক আগেই সিনথেটিক তাবু দিয়ে করোনা ইউনিটটি তৈরী করা হয়েছিল। এসি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাত হোসাইন জানিয়েছেন, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আমরা ১০ মিনিটেই পৌঁছে যাই। বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থাল থেকে ৫জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে করোনা ইউনিটে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না।

যুগান্তর পত্রিকা সূত্রে জানা গেছে, নিহতদের একজন হলেন খোদেজা বেগম (৭০)। অন্যরা হলেন, রিয়াজ উল আলম (৪৫), মাহবুব (৫০), মনির হোসেন (৭৫) ও ভারনন এ্যান্থনী পল (৭৪)। এরমধ্যে খোদেজা বেগম ২৫ মে, রিয়াজুল আলম ২৭ মে, মাহবুব ১৫ মে, মনির হোসেন ১৬ মে এবং অ্যান্থনি পল ২৫ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  

গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

করোনা ইউনিটে স্যানিটাইজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। ৯টা ৪৮মিনিটে ১ রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেয়। ভাটারা থানা পুলিশ বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানায়। তারা এসে আগুন নেভায়।

তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে তদন্তের আগে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখছি।

এ ঘটনায় হাসপাতালের কোন ষ্টাফ হতাহত হননি।   

পুণ্ড্রকথা/জাআ/২৮/০৫/২০২০