করোনা: বগুড়ায় ২য় দফায় ৪০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ মে ২০২০ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৫ বার।

বগুড়া সদর থানায় ২য় দফায় ৪০ পুলিশ সদস্যের করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়ে বেলা ১টার দিকে শেষ হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি এসএম বদিউজ্জামান।

তিনি জানান, ২য় দফায় সদর থানা, সদর ফাঁড়ি ও  ট্রাফিক এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

তিনি আরও জানান, ঈদের কিছুদিন আগে প্রথম দফায় ৩২জন পুলিশ সদস্যের নমুনা নেয় স্বাস্থ্য বিভাগ। সেই ফলাফলে সবার নমুনার নেগেটিভ এসেছিল।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।