৩ শিশু ও ৪ নারী সংক্রমিত

বগুড়ায় আরও ৩৫জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ মে ২০২০ ১৫:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০২ বার।

বগুড়ায় শিশু ও নারীসহ নতুন করে আরও ৩৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রাতে জানিয়েছেন, বৃহস্পতিবার ১৮৩টি নমুনা পরীক্ষায় ৩৫জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ১৯ দশমিক ১২ শতাংশ। আগের দিন বুধবার ১৬৪টি নমুনায় ৫০জন বা ৩০ দশমিক ৪৮ শতাংশ করোনা পজিটিভ হয়েছিলেন। নতুন করে ৩৫জনের সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৫ জনে।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৩জন শিশু রয়েছে। এছাড়া ২৮জন পুরুষ এবং বাকি ৪জন মহিলাও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮ বছরের নিচে ৩ শিশু এবং ১৮ থেকে ৪০ বছর বয়সের ২১জন রয়েছেন। ৪১ থেকে ৫০ বছরের ৭জন এবং আরও ৪জনের বয়স ৫১ থেকে ৭০। অধিকাংশই স্থানীয়ভাবে সংক্রমিত।
জেলায় উপজেলাগুলোর মধ্যে বগুড়া সদর উপজেলার সর্বোচ্চ ১৮জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে শহরের চেলোপাড়ার ৬জন এবং শিববাটি এলাকার একই পরিবারের ৪জন রয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে শাজাহানপুর, গাবতলী ও আদমদীঘির ৪জন করে ১২জন আক্রান্ত হয়েছেন। এছাড়া কাহালু, শেরপুর, ধুনট, দুপচাঁচিয়া ও শিবগঞ্জে একজন করে আরও ৫জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আদমদীঘিতে আক্রান্ত ৪জনের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তান রয়েছেন। তারা কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন। আদমদীঘির অন্য একজন গাজীপুরফেরত।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম রংপুরের এক বাসিন্দা কোভিড-১৯ পজিটিভ হন। তারপর থেকে একে একে পুলিশ, চিকিৎসক, নার্স ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ সংক্রামক ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংগৃহিত নমুনার ৫ দশমিক ৮৬ শতাংশের শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সুস্থ হয়েছেন আর মৃত্যু হয়েছে একজনের।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।