কোহলি এবারও শীর্ষ ১০০ ধনী অ্যাথলেটের তালিকায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২০ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

বিশ্বের শীর্ষ ১০০ ধনী অ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। তালিকায় ভারতের একমাত্র অ্যাথলেট হিসাবে এবারও জায়গা করে নিয়েছেন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। গত বছর ১০০তম স্থানে থাকলেও এবার ৩৩ধাপ এগিয়ে তালিকার ৬৬তম স্থানে রয়েছেন এশিয়ার এ ক্রিকেট জিনিয়াস।    
ফোর্বস'র হিসাব অনুযায়ী, সবশেষ অর্থবছর অর্থাৎ ১জুন ২০১৯ থেকে ১ জুন ২০২০ পর্যন্ত ''প্রাইজ মানি, বেতন-বোনাস, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, রয়্যালটি ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে প্রাপ্ত অর্থ'' সব মিলিয়ে কোহলির আয় হয়েছে ২ কোটি ৬০ লাখ ডলার।
তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। একই মেয়াদ ও উৎস থেকে তার আয় ১০ কোটি ৬৩ লাখ ডলার।
দ্বিতীয়স্থানে আছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একই মেয়াদ ও উৎস থেকে তার আয় ১০ কোটি ৫০ লাখ ডলার। তালিকায় মাত্র ১০ লাখ ডলার কম আয় নিয়ে তৃতীয়স্থানে নেমে এসেছেন গত বছর শীর্ষস্থান দখলকারী বার্সেলোনার ফুটবল তারকা লিওনেল মেসি। আরেক ফুটবল তারকা নেইমার ৯ কোটি ৫৫ লাখ ডলার আয় নিয়ে রয়েছেন চতুর্থস্থানে।   

পুণ্ড্রকথা/জাআ/৩০-০৫-২০২০