রোববার থেকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে করোনা পরীক্ষা শুরু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২০ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬৯ বার।

ঢাকা এবং চট্টগ্রামের পর বগুড়ায় প্রথম বেসরকারি মেডিকেলে করোনা শনাক্তের রিয়েল টাইম পলিমেরাস চেইন রিয়্যাকশন-‘আরটি পিসিআর’ ল্যাবের কার্যক্রম চালু হয়েছে। শনিবার বিকেলে টিএমএসএস মেডিকেল কলেজে  ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
উদ্বোধনী আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, এতোদিন শুধু বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে। এই ল্যাব চালুর পর করোনা পরীক্ষার সংখ্যা বাড়লে এই অঞ্চলে করোনা মোকাবিলা আরো সহজ হবে।

আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, সিভিল সার্জন ডাক্তার গাউসুল আজিম চৌধুরী ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। 

হোসনে আর বেগম জানান, রোববার থেকে এই ল্যাবে প্রতিদিন দুটি প্লেটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিটি নমুনা পরীক্ষার জন্য ফি জমা দিতে হবে ৩ হাজার ৫শ টাকা। বাড়ি থেকে কারো নমুনা সংগ্রহ করতে হলে এই ফি’র সঙ্গে যোগ করতে হবে আরো ১ হাজার টাকা।