বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির প্রয়াণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২০ ১৩:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন বব রবার্ট ওয়েটন। ১১২ বছর বয়সী বব ছিলেন গিনেস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ক্যানসারের সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে বসবাসীকারী সবার প্রিয় এই মানুষটি।   
ওয়েটনের জন্ম উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে ১৯০৮ সালে। পেশায় প্রকৌশলী ও শিক্ষক বব ওয়েটন ফেব্রুয়ারীতেই গিনেস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডস থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক স্বীকৃতি পান।
ওয়েটনের পরিবারের ভাষ্যমতে তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি সবার জন্য ছিলেন অনুসরণীয়। যতদিন বেঁচে ছিলেন উপভোগ্য জীবন কাটিয়েছেন। বিশ্বজুড়ে সব ধরনের মানুষের সঙ্গেই তার ছিল ওঠাবসা।”
সাত ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন ওয়েটন। ষোলো বছর বয়সে স্কুলের গণ্ডি শেষ করে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। এরপর চলে যান তাইওয়ানে। সেকানে স্কুলে শিক্ষকতাও করেন।
১৯৩৭ সালে সহকর্মী শিক্ষিকা অ্যাগনেসকে বিয়ে করেন ওয়েটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে যান কানাডায়, এরপর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে। ১৯৪৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিলেন। তারপর ফেরেন ইংল্যান্ডে। লন্ডনে ফিরে সিটি ইউনিভার্সিটিতে পড়ান ওয়েটন। ১৯৯৫ সালে মারা যায় তার স্ত্রী।
দুই ছেলে ও এক কন্যার বাবা ওয়েটনের মৃত্যুকালে ১০ নাতি-নাতনি ও ২৫ প্রপৌত্র রেখে গেছেন।

পুণ্ড্রকথা/জাআ/৩০-০৫-২০২০