করোনা রুখতে বাজারে আসছে ইলেকট্রনিক মাস্ক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২০ ১৮:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

করোনা রুখতে তুরস্কের দুই বিজ্ঞানী তৈরী করলেন ইলেকট্রনিক্স মাস্ক। তাদের দাবি মাস্কের আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস নাকি কনোরাভাইরাসের জীবাণু ধ্বংস করবে। তবে মাস্কটি খুব তাড়াতাড়ি বাজারে আসছে না। বাণিজ্যিক উৎপাদনের অনুমতি পেতে আবিষ্কারকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন।  
মাস্কের আবিষ্কারকদের একজন সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের ডা. তারিক আলমাজ গণমাধ্যমকে বলেন, এই মাস্ক খুব সহজেই ভাইরাস ধ্বংস করতে পারবে। মাস্কের আল্ট্রাভায়োলেট রশ্মি জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফিল্টারটিকে পরিষ্কার রাখবে।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইলেকট্রনিক্স ওই মাস্কে জীবাণু মারতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে। এটি পরে থাকলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না।
মাস্কের আবিষ্কারকরা জানান, ইতিমধ্যে মেধাস্বত্ত্ব পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলেই এটা উন্মুক্ত করা হবে।

পুণ্ড্রকথা/জাআ/৩১-০৫-২০২০