এবার বগুড়া জেলা ছাত্রলীগে করোনার হানা: শনাক্ত বেড়েই চলেছে চেলোপাড়ায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মে ২০২০ ১০:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০২ বার।

বগুড়া জেলা ছাত্রলীগে এই প্রথম একজন করোনায় শনাক্ত হয়েছেন। করোনায় শনাক্ত হওয়ায় ছাত্রনেতা আবু বকর সিদ্দিকী রাসেল। তিনি জেলা ছাত্রলীগের সহ- সভাপতির পদে আছেন। রোববার বিষয়টি তিনি মুঠোফোনে পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন।

ছাত্রনেতা রাসেল জানান, তিনি গত ২৮ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে ৩০ মে নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
আক্রান্ত হবার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'আমার জেলার বাইরে যাওয়ার কোন ঘটনা নেই। আমি করোনাকালীন দুর্যোগে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। শহরের শেখপাড়া এলাকার বেশিরভাগ মানুষ চাষীবাজারে কাজ করেন। আমার ধারণা তাদের ত্রাণ দিতে গিয়েই সংস্পর্শে আক্রান্ত হয়েছি। তবে আমার তেমন  কোন উপসর্গ নেই। তাই বাড়িতে থেকেই চিকিৎসা চালিয়ে যাব।'

এদিকে গত ৩০ মে জেলায় নতুন করে ২৯জন করোনায় শনাক্ত হয়েছেন বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, ২৯জনের মধ্যে সদরের উত্তর চেলোপাড়ার ৮জন, চাষীবাজারের ৫জন, চকফরিদ এলাকার ২জন,  সুত্রাপুর। কাটনারপাড়া,  নামুজা ও ফাপোড়ে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া শেরপুর উপজেলার উত্তর শাহ পাড়া এলাকার একই পরিবারের ৩জন, শাজাহানপুর উপজেলার চুপিনগর এলাকার ২জন, দশমাইলের একজন, ধুনটের দুজন, দুপচাচিয়া আটগ্রাম এলাকার একজন ও আদমদীঘি এলাকার একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় মোট ৩২২জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০জন ও একজন মারা গেছেন।