ভারতে লকডাউনে হলিউড অভিনেতার নাটকীয় অভিজ্ঞতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২০ ১৬:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

হলিউড অভিনেতা ও লেখক জিওফ্রে গিলানো। ভারতে এসে লকডাউনে আটকে পরে সিনেমার মত নাটকীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নিজেই। দু'মাস আগে ভারতে এসেছিলেন লাইপোসাকশন ও দাঁতের সার্জারির জন্য। কিন্তু লকডাউনে পকেটের সম্বল হারিয়ে এখন কপর্দকশূন্য হয়ে পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই অভিনেতা মার্চের শুরুতে ২ হাজার ডলার নিয়ে ভারতে এসেছিলেন। উঠেছিলেন জয়পুরের একটি হোটেলে। চিকিৎসা শেষে সপ্তাহ দু'য়েক পরই ফিরে যাওয়ার কথা ছিল। তাই সঙ্গে এটিএম কার্ডও আনেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, লকডাউনে পকেটের সব টাকা ফুরিয়ে গেছে বেশ আগেই। তার অবস্থা এখন ভারতের একজন ভিখারির মতো। ত্রাণের খাবার খাচ্ছেন আর ১২ বছরের ছেলেকে নিয়ে কোনমতে একটি হস্টেলে থাকছেন।

অনেক দিন ধরে পূর্ব থাইল্যান্ডে ছেলেকে নিয়ে ছিলেন ৩২টি বইয়ের লেখক গিলানো। সেখানেও ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। এর ওপর ছেলে থাইল্যান্ডের বাসিন্দা, তিনি মার্কিন। সে কারণে নিজের সঙ্গে ছেলেকে যুক্তরাষ্ট্রে নেওয়ার অনুমতিও নেই।

ছেলেকে নিয়ে তাই খুবই সংকটের মধ্যে রয়েছেন উল্লেখ করে জিওফ্রে গিলানো বলেন, “টাইটানিকে বসে রয়েছি, আমার কাছে কোন লাইফবোট নেই।”

উল্লেখ্য, স্মিঙ্গ, দ্য ফিফথ এক্সিকিউশন, স্করপিয়ন কিং-এর মতো জনপ্রিয় সিনেমার অভিনয় করেছেন এই হলিউড অভিনেতা জিওফ্রে গিলানো।  

পুণ্ড্রকথা/জাআ/৩১-০৫-২০২০