বগুড়ায় করোনা উপসর্গে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মে ২০২০ ১৮:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮৮ বার।

করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির এক ঘন্টা পর মারা গেলেন এক নারী। ১৯ বছর বয়সী ওই নারীর শ্বশুরবাড়ি ঢাকায় এবং বাবার বাড়ি নওগাঁর বদলগাছীতে। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রোববার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও)  ডা. শফিক আমিন কাজল।
ডা. কাজল জানান, ৭ মাসের অন্তঃসত্ত্বা মারা যাওয়া ওই নারী ঢাকা থেকে ফিরেছেন। তিনি ৫দিন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। পরে জ্বর ও শ্বাসকষ্টের তীব্রতা বাড়লে রোববার রাত সাড়ে ৮টা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হোন। সেখানকার চিকিৎসকেরা করোনার উপসর্গ থাকায় রাত সাড়ে ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করেন।  ভর্তি করা  হলে এক ঘন্টা পর তার মৃত্যু হয়।

ডা. কাজল আরও জানান, মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে লাশ দাফনের জন্য  জীবানুমুক্ত ও জানাজা করে বাবার বাড়ি নঁওগা বদলগাছীতে পাঠানো হবে।