যুক্তরাষ্ট্রের প্রশংসায় ভাসছে বেক্সিমকো: টুইট রি-টুইটের ছড়াছড়ি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২০ ১৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

বেক্সিকোর প্রস্তুতকৃত ৬৫ লাখ পিপিই'র প্রথম চালান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। মার্কিন বাজারে বাংলাদেশের পিপিই রপ্তানির বিষয়কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে করোনা সংকটের মধ্যেও সশরীরে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

বেশ কয়েকটি টুইটে পিপিই রপ্তানির জন্য বাংলাদেশ ও বেক্সিমকোকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। আর্ল মিলার লিখেন, বাংলাদেশকে বিশ্বমানের পিপিই উৎপাদনকারী দেশগুলোর কাতারে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

সেই টুইট নিজের প্রোফাইলে রি-টুইট করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি লিখেন, আমি এই তাৎপর্যপূর্ণ মাইলফলকের জন্য রাষ্ট্রদূত মিলারের সঙ্গে একমত হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক টুইট বার্তায় জানায়, ‘অংশীদারিত্ব ও সৃজনশীলতার মাধ্যমে আমরা কভিড ১৯-কে পরাজিত করবো। বেক্সিমকো ও হ্যানসকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রে পিপিই শিপমেন্টকে এত দ্রুত বাস্তবতায় পরিণত করার জন্য।

এদিকে রাষ্ট্রদূত মিলারের টুইটের রি-টুইট করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাও। সংস্থাটি লিখে, কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই ও অর্থনৈতিক পুনরুদ্ধার চেষ্টায় আমরা একে অপরকে সাহায্য করছি। তাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অশীদারিত্ব আরও শক্তিশালী হয়ে উঠতে দেখাটা দারুণ!

পুণ্ড্রকথা/জাআ/০১-০৬-২০২০