ওষুধের দাম কমান যেন অসহায় মানুষের নাগালের মধ্যে থাকে: ডা. জাফরুল্লাহ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২০ ১৭:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দামী অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিতে অস্বীকৃতি জানালেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ জানান, "আমার শরীর কিছুটা ভালোর দিকে। শ্বাসকষ্ট ছিল, এখন কিছুটা কমেছে।" 
যমুনা টিভিকে দেয়া বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চিকৎসকরা আমার জন্যে একটি ইনজেকশন এনেছেন। প্রতি ডোজের দাম ৮ হাজার টাকা। ১০ ডোজে মোট ৮০ হাজার টাকা ব্যয় হবে। এই ওষুধ কি সাধারণ মানুষ নিতে পারবে? পারবে না। যে ওষুধ সাধারণ মানুষ কিনে ব্যবহার করতে পারবে না, সেই ওষুধ আমিও নিবো না।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ না নেয়া কি ঠিক? এমন মন্তব্যের প্রেক্ষিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে ওষুধ সাধারণ মানুষ কিনে ব্যবহার করতে পারবে না, সেটি আমি নিবো না। প্রয়োজনে মারা যাবো। সরকারকে ওষুধের দাম কমাতে হবে .. আমাকে বিনামূল্যে দিতে হবে না, দাম কমান যেন অসহায় মানুষের নাগালের মধ্যে থাকে।
সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার অসঙ্গতির বিরুদ্ধে তার প্রতিবাদ চলমান থাকবে।

পুণ্ড্রকথা/জাআ/০১-০৬-২০২০