দ্রুততম ফিফটির রেকর্ড হোপের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

'প্রয়োজনে হোপ স্ট্রেচারে করে খেলতে নামবে।' ম্যাচের আগের দলের সেরা খেলোয়াড় শাই হোপের ইনজুরি নিয়ে বলেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। কারণটা ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছেন শাই হোপ। চার-ছয়ে মিরাজ-আবু হায়দারদের কচুকাটা করেছেন তিনি। তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের দ্রুততম ফিফটি। এছাড়া টি-২০ ক্রিকেটে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ শেষ দুই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে দলের জয় এনে দেন তিনি। এরপর শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি পেলেও দলকে জেতাতে পারেননি এই ওপেনার। সেই ঝাল ঝাড়লেন সিরিজের প্রথম টি-২০ ম্যাচে। তার দারুণ ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজ সিলেটে সোমবার ৮ উইকেটর বড় ব্যবধানে জয় পেয়েছে। তাও আবার ৫৫ বল হাতে রেখে। 

দলের হয়ে শাই হোপ মাত্র ১৬ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। দারুণ এই ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা মারেন তিনি। এছাড়া চার মারেন তিনটি। ২৩ বলে ৫৫ রান করে ফেরার আগে করেন রেকর্ড। টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংহের নামে। ২০০৭ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন তিনি।

দারুণ ওই ফিফটি পাওয়ার পথে ছয় বলে ছয় ছ্ক্কা হাঁকান যুভি। এরপর টি-২০ ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম ফিফটি লেখা আছে কলিন মুনরোর নামে। নিউজিল্যান্ডের এই তারকা করেন ১৪ বলে ফিফটি। ২০১৬ সালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। এরপর তিনে ছিলেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। তিনি আফগানদের বিপক্ষে ১৭ বলে ফিফটি করেন। এবার ১৬ বলে ফিফটি করে তৃতীয় স্থানে বসলেন হোপ।