সদরে মোট আক্রান্ত ২১৮

বগুড়ার সদরে যে সকল এলাকায় রয়েছে করোনা রোগী

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০২ জুন ২০২০ ০৬:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭৪০ বার।

বগুড়ায় করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। বগুড়ায় ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ১জুন এর সর্বশেষ ফলাফল অনুযায়ী বগুড়ায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯২জন। সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত জেলায় সদর উপজেলায়  সর্বোচ্চ মোট আক্রান্ত হয়েছে ২১৮জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৭জন এবং একমাত্র মৃত্যুর রেকর্ডও এই সদর উপজেলাতে। তবে এখন  সদরে রোগী আছে ২১০জন। 
সদরের কোন কোন এলাকায় রোগী রয়েছে, এমন প্রশ্নের উত্তরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, 'সদর উপজেলার পুলিশ লাইন্স, চেলোপাড়া, নাটাইপাড়া, বৌবাজার, চাষীবাজার,  কৈপাড়া, নারুলী, সাবগ্রাম, মালগ্রাম, কলোনী, চকফরিদ, শিববাট্টি, সূত্রাপুর, চকসূত্রাপুর, মালতীনগর, রহমাননগর, জলেশ্বরীতলা, দত্তবাড়ি, কাটনারপাড়া, রাজাবাজার, বৃন্দাবনপাড়া, আটাপাড়া, উপশহর, হাকিড় মোড়, নামাজগড়, নিশিন্দারা, নুরানী মোড়, মাটিডালী, ঠনঠনিয়া, সেউজগাড়ী, জহুরুলনগর,গোকুল, বাঘোপাড়া ফাপোড় ও  নামুজা এলাকায় করোনা রোগী রয়েছে।'

তিনি জানান, এদের অনেকেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যাদের বেশি উপসর্গ রয়েছে তাদের সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।