বর্ধিত বাস ভাড়া বাতিল ও লকডাউনের দাবিতে বগুড়ায় মানববন্ধনে বাম জোট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জুন ২০২০ ১১:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৯ বার।

বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও করোনার সংক্রমণ রোধে লকডাউন জারির দাবিতে বগুড়ায় মানবন্ধন ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় প্রতিবাদী ওই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে বাম জোটের আওতাভুক্ত দলগুলোর নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেন। সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম।
প্রতিবাদ কর্মসূচী চলাকলে বক্তারা বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন জারি এবং জনগণের মধ্যে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানেরও দাবি জানান।
বক্তারা বাসভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, বাসের ভাড়া ইতিপূর্বেই অযৌক্তিভাবে বাড়ানো হয়েছে। আবার নতুন করে পরিবহন মালিকদের স্বার্থে ভাড়া বাড়ানো হয়েছে। বক্তারা জ্বালানী তেলের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম এক তৃতীয়াংশ কমলেও দেশে তা কমানো হয়নি। যদি জ্বালানী তেলের দাম কমানো হয় তাহলে বাসের ভাড়া বৃদ্ধির প্রয়োজন হবে না।
মানববন্ধনে অংশ নেওয়া বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ করোনার বিস্তার ঠেকাতে ২৫ জুন পর্যন্ত লকডাউন জারির দাবি জানিয়ে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যখন উর্ধ্বমুখী তখন লকডউনের মেয়াদ বাড়ানো উচিত ছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল কমিটিসহ অনেকেই এই মত দিয়েছিলেন কিন্তু সরকার সবার মত উপেক্ষা করে অফিস-আদালত, দোকান-পাট গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়ে জনগণকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে।
মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন,  বাসদ বগুড়া জেলা আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল এবং ওয়ার্কার্স পার্টির জেলা নেতা শাহাদৎ হোসেন শান্ত।