বগুড়ায় পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নববধূ উধাও

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ ১৩:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৭৫ বার।

বগুড়ার আদমদীঘিতে মীম বানু নামের এক নববধু পিত্রালয়ে পিতামাতা স্বামীসহ পরিবারের সকলকে রান্না করা সেমাইয়ের সাথে অতিরিক্ত মাত্রায় ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে কথিত প্রেমিকের সাথে উধাও হওয়ার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার কুন্দগ্রাম কান্ডারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত মীম বানুর সন্ধান মিলেনি বলে তার চাচা মোয়াজ্জেম হোসেন জানান।
জানা যায়, আদমদীঘির কান্ডারপাড়ার আব্দুল মজিদের মেয়ে মীম বানুর পাশের বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে আনিছুর রহমানের এক বছর আগে বিয়ে হয়। ঈদের পরদিন দাওয়াতে মীম বানু তার স্বামীসহ পিত্রালয়ে আসে। গত রোববার রাতে মীম সেমাই খাবে বলে মায়ের সাথে বায়না ধরে। এতে তার মা সেমাই রান্না করে। সেমাই রান্না করার ফাঁকে মীম ওই রান্না সেমাইয়ে অতিরিক্ত মাত্রায় ঘুমের মিশিয়ে দেয়। রান্না করে সেমাই মীম ছাড়া তার স্বামী বাবা মাসহ সকলকে খাইয়ে দেয়। এরপর পরিবারের সবাই বিভোর ঘুমে পড়লে মীম বানু তার কথিত প্রেমিকের সাথে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় কেউ থানায় আসেনি।