বগুড়ায় করোনা উপসর্গে আরও এক ব্যক্তি আইসোলেশনে ভর্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জুন ২০২০ ১২:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৪২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি শহরের কাটনারপাড়া এলাকায়। তিনি পেশায় রিকশাচালক। এই নিয়ে বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫জন করোনা সন্দেহভাজন রোগী।ইতিপূর্বে যারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তারা পরে বাড়ি ফিরে গেছেন। বুধবার বেলা সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডা. শফিক আমিন কাজল।
ডা. কাজল জানান, ৪৩ বছরের ওই ব্যক্তিটি বিকাল ৪টায় করোনা উপসর্গে আইসোলেশন ইউনিটে ভর্তি হোন। উপসর্গের মধ্যে জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। সেই সাথে তার নমুনা সংগ্রহ করা হবে। 
তিনি আরও জানান, মোহাম্মদ আলী হাসপাতালে বর্তমানে ৫৪জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪৯জন করোনা পজিটিভ এবং বাকি ৫জন সন্দেহভাজন।