বগুড়ায় ২৪ ঘন্টায় আরও ২৬জন  করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জুন ২০২০ ১৪:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩৬ বার।

করোনা আক্রান্তের তালিকায় বুধবার বগুড়ার আরও ২৬জনের নাম যুক্ত হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রাত ৮টায় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির তথ্য তুলে ধরতে গিয়ে ওই তথ্য জানান। তিনি জানান, ২৪ ঘন্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরও ২৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৭৫জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। 
বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৩টি নমুনা পরীক্ষায় ১৫জনের পজিটিভ পাওয়া যায়। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ২৮টি নমুনার মধ্যে ১১জনের করোনা সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১৭জন পুরুষ, ৭জন মহিলা এবং ১৮ বছরের নিচে শিশু রয়েছে ২জন।
বরাবরের মত উপজেলাওয়ারী আক্রান্তের মধ্যে বগুড়া সদরই শীর্ষে রয়েছে। নতুন করে আক্রান্ত জনের মধ্যে ২৬ জনের মধ্যে ১৪জনের বাড়ি বগুড়া সদর উপজেলা এলাকায়। এর মধ্যে মালগ্রাম, জলেশ্বরীতলা ও ঠেঙ্গামারা এলাকার উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন। অন্য উপজেলাগুলোর মধ্যে, দুপচাঁচিয়ায় ৪জন, শাজাহানপুরের ২জন, গাবতলীর ২জন, শেরপুরের ২জন, সারিয়াকান্দির ১জন এবং আরও একজন ধুনটের বাসিন্দা।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় পেশাজীবী হিসেবে পুলিশ সদস্যরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলায় ওই বাহিনীর ৪৫জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া ১৩জন চিকিৎসক, ১২জন নার্স, দু’জন স্বাস্থ্যকর্মী, ১৫জন কারারক্ষী এবং বন্ধ করে দেওয়া চাষী বাজারের মাছের আড়তের ৩৪জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের অধিকাংশেরই কোন উপসর্গ নেই। তাই তাদেরকে নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে প্রয়োজন হলে তাদের হাসপাতালে নেওয়া হবে।