বগুড়ায় আইসোলেশনে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুন ২০২০ ০৮:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২০ বার।

করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির ৪৫মিনিট পর মারা গেলেন এক ব্যক্তি। ৫৫বছর বয়সী ওই ব্যক্তির নাম জহুরুল ইসলাম বাবু। তার বাড়ি বগুড়া সদরের শৈলালপাড়া। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।বৃহস্পতিবার সকাল  সাড়ে ৮টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও)  ডা. শফিক আমিন কাজল।

ডা. কাজল জানান, বুধবার করোনা উপসর্গ নিয়ে টিএমএসএস হাসপাতালে ভর্তি হন বাবু।  সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বৃ্হস্পতিবার সকাল পৌণে ৮টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির সময় তিনি সঙ্গাহীন ছিলেন এবং তার পালস কাজ করছিল না। পরে তিনি মারা যান।

ডা. কাজল আরও জানান, মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং লাশ দাফনের জন্য  জীবানুমুক্ত ও জানাজা করে বাড়িতে  পাঠানো হবে।