সোস্যাল মিডিয়ায় অমর্ত্য সেনকে নোবেল পাইয়ে দেয়া সেই বাইসাইকেল!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২০ ১৭:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

সুইডেনের নোবেল মিউজিয়ামে রাখা আছে অমর্ত্য সেনের সেই বাইসাইকেল যেটায় চেপে তিনি চষে বেড়িয়েছেন ভারতের গ্রামের পর গ্রাম। নোবেল কমিটির দাবি, এই ভ্রমন থেকেই অমর্ত্য সেন সংগ্রহ করেছেন নোবেলজয়ী বিখ্যাত গবেষণাপত্রগুলোর তথ্য-উপাত্ত।

৩ জুন, বিশ্ব বাইসাইকেল দিবস। সোস্যাল মিডিয়ায় সেই সাইকেলের ছবি পোষ্ট করার এরচেয়ে ভালো দিন আর কি হতে পারে?

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাইসাইকেলটির পোস্টে নোবেল কমিটি লিখেছেন, "বাইসাইকেল অর্থবিজ্ঞানের চাবিকাঠি নয়। কিন্তু অমর্ত্য সেনের অর্থনীতির গবেষণায় এই বাইসাইকেল বড় ভূমিকা পালন করেছিল।"

ইনস্টাগ্রামের পোষ্টে দেখা যায়, নোবেল মিউজিয়ামে অন্যান্য নোবেল লরিয়েটদের ব্যবহৃত জিনিষপত্রের সাথে অমর্ত্য সেনের বাইসাইকেলটিও ঝুলিয়ে রাখা আছে।

নোবেল কমিটির এক কর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, "গবেষণার কাজে অমর্ত্য সেন একসময় তার ছাত্রদের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু ক্যাম্পাস ছেড়ে ফিল্ড ওয়ার্ক করতে আগ্রহী ছিলেন না ছাত্র-ছাত্রীরা। অগত্যা নিজেই সাইকেল নিয়ে ঘুরতে থাকেন গ্রামের পর গ্রাম। তৃণমূল থেকে জোগাড় করেন গবেষণা সম্বন্ধীয় তথ্য-উপাত্ত।"

উল্লেখ্য, সামাজিক উন্নয়নের বিচারে দারিদ্র কল্যাণ গবেষণার ওপর অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন।    

পুণ্ড্রকথা/জাআ