করোনা দুর্যোগে শিক্ষার্থীদের জন্য শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ছান্নু’র ব্যতিক্রমী উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১০:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০১ বার।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় শিক্ষার্থীদের জন্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। করোনা দুর্যোগে যেন কোন শিক্ষার্থীর শিক্ষাগ্রহণ ব্যাহত না হয় সেই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শিশুদের উৎসাহ প্রদানের লক্ষ্যে নানা উপহার দিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহব্বান জানিয়ে যাচ্ছেন এই চেয়ারম্যান। শুধু তাই নয় ঘরে বসে শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীদের মূল্যায়ন এর নিমিত্তে চেয়ারম্যান ছান্নু নিজের উদ্যোগে তৈরি করেছেন বিভিন্ন প্রশ্নপত্র যা অভিভাবকদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে এবং নিজের দাপ্তরিক কাজের মাঝেই প্রতিনিয়ত প্রয়াস করে যাচ্ছেন সকল শিক্ষার্থীর নিয়মিত মনিটরিং করার দায়িত্ব পালনের। যার ধারাবাহিকতায় শিক্ষানুরাগী চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু বৃহস্পতিবার এবং শুক্রবার ২দিন ব্যাপী উপজেলার মানিকদিপা তালপুকুর ও মাঝিড়া এলাকায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব মেনে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ, শিশু খাদ্য এবং অভিভাবকদের মাঝে তাদের শিক্ষার মূল্যায়নের লক্ষ্যে প্রশ্নপত্র সরবরাহ করেছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা ইমাম হোসেন, আক্তারুজ্জামান, তুষার প্রমুখ। ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ছান্নু বলেন, দেশের এই ক্রান্তিকাল হয়তো একটি সময় কেটে যাবে কিন্তু এই দুর্যোগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেধার বিকাশ যেন ব্যহত না হয় সেই লক্ষ্যেই সকল কার্যক্রমের সাথে তাল মিলিয়ে শিক্ষার বিস্তারে গৃহীত এই উদ্যোগ চলমান থাকবে।