করোনা ছাড়লো না মাফিয়া ডনকেও: সস্ত্রীক হাসপাতালে দাউদ ইব্রাহিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমও। দাউদ ও তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখ দুজনই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, দাউদ ও তাঁর স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সংবাদে বলা হয়েছে, ''পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর ছিলই। করাচির সেনা হাসপাতালে তাদের রাখা হয়েছে। তাদের গৃহ পরিচারিকা ও নিরাপত্তারক্ষীদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।''
১৯৯৩ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন দাউদ ইব্রাহিম। দাউদ নিজেও মুম্বাইয়ের বাসিন্দা। তবে বেশ কয়েক দশক ধরেই তিনি সপরিবারে পাকিস্তানে গা ঢাকা দিয়ে আছেন। পাকিস্তান অবশ্য এ বিষয়ে বরাবরই নীরব।  
কুখ্যাত এই মাফিয়া ডনকে ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে।
পাকিস্তানে করোনার প্রভাব কিছুটা দেরীতে শুরু হলেও এখন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার পর্যন্ত সেখানে ৮৯ হাজার ২৪৯ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পুণ্ড্রকথা/জাআ