নিয়োগ পাচ্ছে ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট: প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১৫:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

করোনাসংকট মোকাবেলায় তিন হাজার মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
খুব শীঘ্রই নিয়োগকার্য শেষ হবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শুক্রবার গণমাধ্যমকে বলেন, "প্রধানমন্ত্রী নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করবে কোন প্রক্রিয়ায় নিয়োগটি হবে। প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত দিলেন।"
যুগান্তরের খবরে বলা হয়, তিন হাজারের মধ্যে ১২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড),  ১৬৫০ জন মেডিকেল টেকনিশিয়ান (১৬তম গ্রেড) এবং ১৫০ জন কার্ডিওগ্রাফার (১৬তম গ্রেড) নিয়োগ দেয়া হবে।
ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে যে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্ট অস্থায়ীভাবে কাজ করছে, তাদেরও সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে করোনা ভাইরাসের পরীক্ষা চালু রয়েছে। কিন্তু জনবলের স্বল্পতার কারনে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে গণমাধ্যমকে স্বাস্থ্য অধিদফতর জানান।

পুণ্ড্রকথা/জাআ