বগুড়ার শিবগঞ্জে পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১৬:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৯ বার।

আম কুড়াতে গিয়ে সেপটিক ট্যাঙ্কের জন্য খুঁড়ে রাখা ডোবা সৃদশ গর্তে জমে থাকা পানিতে পড়ে আজিম (৩) ও সুফিয়ান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দুইর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আজিম চান্দুইর গ্রামের আরিফুলের ছেলে আর সুফিয়ানের বাবার নাম শরিফুল ইসলাম।
ময়দানহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা এস এম রূপম জানান, চান্দুইর গ্রামের সোলায়মান নামে এক ব্যক্তি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক নির্মাণের জন্য বাড়ির পেছনে বড় আকারের গর্ত খোঁড়েন। সময়ের ব্যবধানে সেটির আকার বড় হয়ে ডোবার মত হয়ে গেছে। সেখানে আগে থেকেই বৃষ্টির পানি জমে ছিল। 
ময়দানহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম রূপম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আবারও বৃষ্টি হলে সেটি পানিতে ভরে যায়। বিকেল ৫টার কিছু পরে প্রতিবেশী আরিফুল তার চাচাতো ভাই শরিফুলের দুই ছেলে যথাক্রমে আজিম ও সুফিয়ান আম কুড়ানোর জন্য ওদিকে যায়। এক পর্যায়ে সবার অজান্তে তার পানিতে পরিপূর্ণ ডোবার মত দেখতে গর্তের ভেতর পড়ে যায়। এদিকে দীর্ঘক্ষণেও ওই দুই শিশু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যার কিছু আগে ৬টার দিকে ডোবা সদৃশ ওই গর্তের পানিতে আজিম ও সুফিয়ান নামে দুই শিশুর লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে মৃত দুুই শিশুর লাশ উদ্ধার করা হয়।