বগুড়ায় পরিত্যক্ত ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১৮:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩১ বার।

বগুড়ার গোকুল থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে গোকুল এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, গোকুল এলাকার ওই পরিত্যক্ত ঘরটি একসময় গোকুল বহুমুখী সমবায় সমিতির কার্যালয় ছিলো। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা ওই পরিত্যক্ত ঘরে কয়েক বস্তা চাল দেখতে পেয়ে জরুরি সেবার হটলাইন (৯৯৯) নম্বরে ফোন দেন। রাতে সদর থানা পুলিশ সেখান থেকে চালগুলো উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, ৩৩ বস্তা মিলিয়ে মোট ১ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। বস্তা দেখেই নিশ্চিত হওয়া গেছে এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল। কালোবাজারে কিনে কারা এগুলো মজুদ করার চেষ্টা করছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।