ভিক্ষুকের মত মারা গেলেন উত্তম কুমারের চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১৯:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

উত্তমকুমার, রাজকাপুরের মত মহানায়কদের অভিনয়ের মুহুর্তগুলিকে যিনি একসময় ক্যামেরায় বন্দী করেছেন, স্বর্ণযুগের বিখ্যাত সেই চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারনে নিঃশব্দেই চলে গেলেন।
সারাজীবন নাটকীয়তার সাথেই যার ছিল ওঠাবসা, শেষ জীবনে সেই নাটকীয়তাই ভর করেছিল তার উপর। কাজ থেকে অবসর নেয়ার পর দৈন্যদশার নাগপাশে আবদ্ধ হয়ে পড়েছিলেন তিনি। দুমুঠো ভাতের জন্য প্রতিদিন চার কিলোমিটার হেঁটে আসতেন রামকৃষ্ণ মিশনের দরজায়। দরিদ্রদের সারিতে বসে খেতেন। আবার বিশ্রাম করে ফিরে যেতেন বাড়ি। চেহারার যে ভঙ্গ দশা হয়েছিল, তাতে কেউ তাকে চিনতেও পারতো না।
একসময় রাজকাপুর, উত্তমকুমারের মত রথি মহারথিদের সঙ্গে কাজ করেছেন যিনি, শেষ জীবনে ভাতের কষ্টে নিষ্পেষিত হয়েছেন দিনের পর দিন।    
২০১৮ সালে প্রথম প্রকাশ পায় তার দুর্দশার কথা। সেসময় তার সাহায্যে এগিয়ে এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, মাধবী মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা।
উত্তম কুমারের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছেন বৈদ্যনাথ বসাক। মহানায়কের ৭২টি ছবিতে চিত্রগ্রহণের কাজ করেন তিনি। তার মধ্যে ছিল ‘অগ্নিপরীক্ষা’, ‘সাগরিকা’র মতো বিখ্যাত ছবি। রাজ কাপুরের ‘বুট পলিশ’ ছবিতেও কাজ করেন তিনি।
একসময় নেপালের রাজপরিবারের চিত্রগ্রাহক ছিলেন বৈদ্যনাথবাবু। নেপালের রাজা মহেন্দ্র তাকে নেপালেই থাকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কলকাতাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারেননি তিনি।
বৃহস্পতিবার পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন উত্তমকুমার, রাজ কাপুরের মত মহানায়কদের একসময়ের কাছের মানুষ, প্রিয় মানুষ, টালিউডের স্বর্ণযুগের অন্যতম সেরা চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক।

পুণ্ড্রকথা/জাআ