শাকিব-অপুর দূরত্বের দেয়াল ভাঙছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

খাতা-কলমে সম্পর্ক ছিন্ন করলেই কী সেটা আর ছিন্ন হয়? হয় না। অতীত সম্পর্কের হিসেব নিকেশ এমন কথাই বলে। শাকিব অপুর বেলাতেও হচ্ছে না। পুত্র আব্রাম খান জয়ের কারণে বারবার একসঙ্গে হচ্ছেন তারা। কারণ  আব্রামেই যে দু’জনের অস্তিত্ব। 

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তাদের জুটি হয়ে উঠা। বিয়ে করেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় হয় আব্রামের জন্ম। নানা  টানাপোড়েনের মুখে চলতি বছরের মার্চে দু’জনের বিচ্ছেদ ঘটে। এখন মায়ের কাছেই থাকছেন আব্রাম। মাঝে মাঝে ছেলেকে দেখতে যান দেশের শীর্ষ নায়ক শাকিব। 

বিচ্ছেদের পর তো একে অপরের মুখ দেখাদেখিই বন্ধ ছিলো তাদের। কিন্তু ছেলের জন্য বেশিদিন এ অবস্থায় থাকতে পারেননি বাবা-মা কেউই। সাবেক স্বামী-স্ত্রীর তিক্ত সম্পর্ককে অনেকটাই সু সম্পর্কে পরিণত করেছেন ছেলে আব্রাম খান জয়। জয়কে ঘিরেই দুজনে 'সু সম্পর্কে’র দিকে যাচ্ছে। 

ছেলে আব্রামের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস

 

কিছুদিন আগে ছেলেকে বারিধারার আরেকটি স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যান শাকিব-অপু। ছেলের প্রতি সিরিয়াসনেস দেখে অপু মুগ্ধতা প্রকাশ করেছিলেন। 

জয়ের জন্য আবারও এক হলেন বাবা-মা। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে শাকিব আর অপু তাদের ছেলের স্কুলে ম্যাচিং করা পোশাকে হাজির হতে দেখা গেলো।

অপুর ভাষ্যে, ‘ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানে আয়োজন করে। আমি জয়ের বাবাকে বলেছিলাম, চলো, অনুষ্ঠানে আমরা একই পোশাক পরি। একই পোশাক পরলে ভালো হয়। জয়ের বাবা আমার কথা ফেলেনি। জয়ের ক্লাসে সব মিলিয়ে ২০ জন শিক্ষার্থী, সবাই সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে। শাকিবও আমার কথা মতো একই ডিজাইনের পোশাক পরে এসেছে।’

শাকিব খান ও অপু বিশ্বাস

জানা গেছে দু’জনের পোশাকের ডিজাইনও অপু বিশ্বাস নিজেই করেছেন। তাদের এমন সু সম্পর্ক দেখে ভক্তদের মধ্যেও দেখা গিযেছে স্বস্তি। ক্রমশ তাদের মধ্যকার তিক্ত সম্পর্ক দূর হয়ে আবার ভালো সম্পর্কের দিকে ফিরুক এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা।