৪১ পেশাকে জাতীয়করণ করলো সৌদি আরব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৭:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব ৪১টি পেশাকে জাতীয়করণ করেছে। রবিবার দেশটির শ্রম ও সমাজ উন্নয়নমন্ত্রী আহমেদ আল-রাজি এই ঘোষণা দিয়েছেন। এর ফলে দেশটির শহর মদিনার হসপিটালিটি, পর্যটন ও এনজিও খাতে ৪১টি পেশা শুধু সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে। এসব পেশায় বিদেশিদের নিয়োগ দেওয়া যাবে না।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রী আল-রাজি বলেন, এই পেশাগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক কেন্দ্র, অর্ডার গ্রহণকারী, খাদ্য সেবার কর্মী, নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক, রুম সার্ভিস, বিক্রয় ও বিপণন প্রতিনিধি, পর্যটন কর্মসূচি পরিচালকসহ অভ্যর্থনাকারী ও কর্মী সংযোগ।

বিবৃতিতে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের শাস্তি প্রদান করা হবে।

সৌদি আরবের জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইনস্যুরেন্সের তথ্য অনুসারে, ২০১৭ সালের শেষ দিকে দেশটিতে বিদেশি শ্রমিকদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭.৯১ মিলিয়নে। ২০১৬ সালের শেষ দিকে এই সংখ্যা ছিল ৮.৪৯ মিলিয়ন। একই সময়ে সৌদি কর্মীদের সংখ্যা ১.৬৮ মিলিয়ন থেকে বেড়ে ১.৭৮ মিলিয়নে দাঁড়িয়েছে।

২০২০ সালের মধ্যে সৌদি আরব বেকারত্বের হার ৯ শতাংশে নামিয়ে আনতে চায়। আর ২০২৩ সালের মধ্যে তা আরও কমিয়ে সাত শতাংশে নিয়ে আসার পরিকল্পনা করেছে দেশটি।