হেটমায়ারকে চড়া দামে কিনল ব্যাঙ্গালুরু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮ ১০:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

এবারের আইপিএলে সবার চোখ ছিল ওয়েস্ট ইন্ডিজের নতুন বিস্ফোরণ ব্যাটসম্যান সিমরন হেটমায়ারের দিকে। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু ৪ কোটি ২ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

তাকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে কিংস ইলিভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। ৭০ লাখ রুপি থেকে শুরু হয় তার দাম। মধ্যে রাজস্থান রয়েলস তার দাম তুলে দেয় দেড় কোটি রুপি। কিন্তু হেটমায়রকে কিনতে নাছোড়বান্দা ব্যাঙ্গালুরু তাকে কিনে নেয় বড় দাম দিয়ে। তাদের সঙ্গে নিলামে থাকা মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককুলাম দল পায়নি।       

আইপিএলের আগামী আসরের জন্য প্রথমে নিলামে ওঠেন মার্টিন গাপটিল, অ্যালেক্স হেলস, হেটমায়ার, ম্যাককুলাম, চেতেশ্বর পূজারা, মনোজ তিওয়ারি ও হনুমা বিহারি। এদের মধ্যে যথ্রাক্রমে মনোজ তিওয়ারি, পূজারা ও হেলসে নিলামে ডাকা হয়। কিন্তু প্রথমে অবিক্রিত তারা। প্রথমে দল পান হনুমা বিহারি। ভিত্তি মূল্য ৫০ লাখে থাকা এই তারকাকে কিনতে মুম্বাই এবং দিল্লি লড়াই করে। শেষ পর্যন্ত দুই কোটি রুপিতে দলে নিয়ে নেয় ভারতের রাজধানী দিল্লির দল।  

আইপিএলের ১২তম আসরের জন্য মোট ১০০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেন। সেখান থেকে ৩৫১ জন ক্রিকেটারকে নিলামে রাখা হয়। তাদের মধ্যে ২২৮ জন ভারতীয় ক্রিকেটার। আইপিএল নিলামে মোট ৭০ জন ক্রিকেটার দল পাবেন। 

বাংলাদেশ থেকে নিলামে ওঠেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। তারও ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে ২৬ জন আছেন নিলামে। অস্ট্রেলিয়া থেকে আছেন ২৩ জন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে ১৮ জন ক্রিকেটার নিলামে আছেন। আফগানস্তান থেকে আছেন ৮ জন।