ধুনটে আ.লীগের বিক্ষোভ মিছিল

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় নৌকার দুই কর্মীকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় মিছিলটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

সোমবার দিবাগত রাত ১১টায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন আলমকে মারপিট ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা এ ঘটিয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মিছিলটি করে আওয়ামী লীগ। 

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, আহসান হাবিব, মহসিন আলম, আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনের সুযোগ নিয়ে তারা দেশে আবারো সন্ত্রাস-জঙ্গীবাদের রাজনীতি শুরু করেছে। বক্তারা যুবলীগ নেতা রেজাউল ও শাহীন আলমের উপর হামলাকারী বিএনপি নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও শস্তি নিশ্চিত করার দাবী জানান।