তীরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী: বগুড়া আজিজুল হক কলেজে ৭ বীরশ্রেষ্ঠ’র নামে বৃক্ষ রোপণ

অরূপ রতন শীল:
প্রকাশ: ০৪ জুন ২০১৮ ১৪:০৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৫৯১ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ-তীর’ সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সোমবার। এ উপলক্ষ্যে সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংগঠনের সপ্তমবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য পরে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠ-এর নামে সাতটি স্মারক বৃক্ষ রোপণ করা হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক । এতে অন্যান্যের মধ্যে অংশ নেন তীরের উপদেষ্টা রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত প্রকৃতিপ্রেমী প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর জহুরা ওয়াহিদা, প্রফেসর জগন্নাথ রায়, মতিউর রহমান, জহিরুল ইসলাম , শফি মাহমুদ, মোস্তাফিজুর রহমান , জিয়াউর রহমান, তীর- এর সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক আরফাত রহমান, সাবেক সহ সহ সভাপতি ইমাম আবেদ আল হাদী ও আল আমিন রাহেদসহ সাধারণ সদস্য বৃন্দ।