রেকর্ড পঞ্চম গোল্ডেন বুট মেসির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৭:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

২০১৭-১৮ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিওনেল মেসি। যার স্বীকৃতিটা আর্জেন্টাইন ফরোয়ার্ডের মিললো ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়ে।

২০১৭-১৮ মৌসুমে ৩৪ গোল করেছেন মেসি। পেছনে ফেলেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে। সালাহর গোল ছিলো ৩২টি। এমন পুরস্কারের পর ৫টি ব্যালন ডি’অরের সঙ্গে ৫টি গোল্ডেন বুট জিতে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন। রোনালদোর গোল্ডেন বুটের সংখ্যা চার।

এতসব স্বীকৃতি যে জীবনে পাবেন সেটা নিজের কাছেই জানা ছিলো না মেসির। প্রতিক্রিয়ায় জানালেন, ‘আমার আসলে শুরুতে কোনও ধারণাই ছিলো না আমি এসব করতে পারবো। আমি পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখতাম একই সঙ্গে সফলতা উপভোগও করি। আমি খেলাটাকে ভালোবাসি। তবে এত কিছু যে পাবো তা কখনও কল্পনা করিনি।’

তালিকায় ৩০টি গোল করে তৃতীয় স্থানে ছিলেন টটেনহাম তারকা হ্যারি কেইন। জুভেন্টাসে চলে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো করেছেন ২৬ গোল। পঞ্চমবার গোল্ডেন বুট জেতার পর এবারও গোল করার তালিকায় শীর্ষে আছেন মেসি। তালিকায় শীর্ষে থাকা মেসির গোল ১৪টি। -বিবিসি।