বিয়েতে রণবীর না আসায় বিস্মিত হইনি: দীপিকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের। বিচ্ছেদের পর সেটি নিয়ে কথাও বলেছেন দীপিকা। এমনকি স্বামী রণবীর সিংয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর পরও এই তিনজন ঘরোয়া দাওয়াতে উপস্থিত হয়েছেন।

তবে প্রেমিকার বিয়ের দাওয়াতটা হয়তো গ্রহণ করতে পারেননি রণবীর কাপুর। ইতালিতে ১৪-১৫ নভেম্বর বিয়ের পর মুম্বাইতে আয়োজন করা হয়েছিল বিবাহোত্তর সংবর্ধনা।
দীপিকা-রণবীর সিং দাওয়াত দিয়েছিলেন বলিউডের সব তারকাকে। অমিতাভ থেকে শুরু করে বলিউডের প্রায় সবাই এদিন হাজির হয়েছিলেন, শুধু রণবীর কাপুর ও আলিয়া ভাট আসেননি।
তারা কেন আসেননি নাকি দীপিকাই দাওয়াত দেননি—ভারতীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে।
এ বিষয়ে দীপিকার ভাষ্য, ‘অনুষ্ঠানের পর আমি তার (রণবীর কাপুর) সঙ্গে আর কথা বলিনি। তবে অনুষ্ঠানের আগে বলেছি। সে যে এমন করবে, তা আমি আগেই জানতাম। তার না আসায় আমি বিস্মিত নই। কিন্তু সম্পর্কের সৌন্দর্যই হলো অন্যের সঙ্গে তা শেয়ার করা।’
‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে রণবীর কাপুর ও আলিয়াকোন সম্পর্কের কথা দীপিকা বোঝাতে চেয়েছেন তা আর স্পষ্ট করেননি তিনি।
এদিকে ভারতীয় একটি অনলাইন পত্রিকা জানিয়েছে, বলিউডের বর্তমান লাভ বার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের নতুন ছবি নিয়ে সেদিন ব্যস্ত ছিলেন।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে তারা পুরোটা সময় শুটিং করেছেন। তাই দীপবীরের বিয়ের অনুষ্ঠানে আসতে পারেননি!
সূত্র: হিন্দুস্তান টাইমস