না জানিয়ে সিনেমায় ‘পাগল মন’ গান ব্যবহার: ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২০ ১৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

'পাসওয়ার্ড' সিমেনায় বিনা অনুমতিতে 'পাগল মন' গানটি ব্যবহার এবং বাণিজ্যিকভাবে বিপণনের অভিযোগে গানটির গীতিকার, সুরকার ও শিল্পীর পক্ষ থেকে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্তরা হলেন চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল টেলিকম কোম্পানী রবি। অভিযোগ দাখিল করেছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।   
সংবাদমাধ্যম দেশ রুপান্তরে বলা হয়, সাইবার ক্রাইম ইউনিটের এডিসি এস এম নাজমুল হকের কাছে রবিবার এ অভিযোগ দেওয়া হয়। এর আগে ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। তার কোনো সদুত্তর না দেয়ায় এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হলো।
ব্যারিস্টার ওলোরা আফরিন রবিবার গণমাধ্যমকে বলেন, ‘শাকিব খান গানটি ‘পাসওয়ার্ড’ সিনেমায় বিনা অনুমতিতে রিমেক করে ব্যবহার করেছেন। পরে সেটি রবির কাছে বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। গানটি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ১৯ মিলিয়ন ভিউ হয়েছে। তিনি গানটি রবির কাছে বাণিজ্যিকভাবে বিক্রিও করেছেন। অথচ কপিরাইট আইনে গানটির মালিকানা স্বত্ব তার নয়। যার প্রেক্ষিতে গীতিকার, সুরকার ও শিল্পী পক্ষে আইনি নোটিশে আমরা শাকিব খানের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছি। শাকিব খান তার কোনো সদুত্তর না দেওয়ায় আমরা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেছি।’
‘পাগল মন’ গানের শিল্পী প্রখ্যাত লোকসংগীত শিল্পী দিলরুবা খান সাংবাদকিদের জানান, ‘শাকিব খান গানটি অনুমতি ছাড়াই সিনেমায় ব্যবহার করে সেটি বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। তাই আমরা তার বিরুদ্ধে আইনি লড়াই করছি। ব্যারিস্টার ওলোরা আফরিন আমাদের পক্ষ থেকে অভিযোগটি দাখিল করেছেন।’

পুণ্ড্রকথা/জাআ