পরিপত্র জারি

এখন থেকে করোনা টেস্ট করাতে লাগবে ২০০ টাকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২০ ০৮:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৯ বার।

এত দিন সরকারিভাবে বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা করা গেলেও এখন থেকে ফি দিতে হবে। কোভিড-১৯ পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বুথ ও হাসপাতালে ভর্তি রোগীর থেকে গৃহীত নমুনা পরীক্ষায় ২০০ টাকা লাগবে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করাতে লাগবে ৫০০ টাকা।