সান্তাহার পৌরসভার সাড়ে ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর ভবনে ২৫ কোটি ৫০ লাখ ৫শ টাকার প্রস্তাবিত এই বাজেট ঘোষনা করেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১০কোটি ৩০লাখ ৫০হাজার ২১৫টাকা ও ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ২৫ লাখ টাকা। উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রাপ্তি দেখানো হয় ১৩ কোটি ২৫ লাখ ৫শ টাকা। এছাড়া বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয় ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, মজিবর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুছ,সাইফুল ইসলাম খোকন, ওয়াহেদুজ্জামান, মাহবুবা জামান রত্না, জাহানারা বেগম, সাংবাদিকসহ নেতৃবর্গ। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকল নাগরিক সুবিধা প্রদান ও সহযোগীতা কামনা করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।