আদমদীঘিতে ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোয় মামলা

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ ১৩:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

বগুড়ার আদমদীঘিতে প্রেম প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে (১৭)  অপহরণ করে তার আপত্তিকর ছবি তুলে ফেসবুকে দেয়া সংক্রান্ত মামলার ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। রোববার  আদমদীঘি থানা পুলিশ তাকে বগুড়া আদালতে প্রেরণ করেন।
উল্লেখ্য, আদমদীঘির ওই কলেজ ছাত্রীকে কলেজে যাবার সময় ডাকবাংলো এলাকা থেকে নওগাঁর রানীনগরের ফেমাস ইসলাম নামের এক বখাটে যুবক অপহরণ করে নওগাঁর বরুনকান্দি এলাকার একটি আবাসিক হোটেলে আটকে রাখে। এরপর ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বখাটে ফেমাস তার মোবাইল ফোনে বেশ কিছু আপত্তিকর ছবি ধারণ করে। তার সঙ্গে সম্পর্ক না করলে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ছাত্রীটি সম্পর্ক গড়তে রাজি না হওয়ায় গত ২৫ জুন বখাটে যুবক ফেমাস ফেসবুকে ছড়িয়ে দেয় ধারণকৃত নগ্ন ছবি। এতে ছাত্রী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হলে তার মা বাদি হয়ে মামলা করলে পুলিশ বখাটে ফেমাস ইসলামকে গ্রেফতার আদালতে পাঠায়। মামলার তদন্তকারি উপ-পরিদর্শক হুমায়ন কবির জানান ফেসবুকে ছড়িয়ে দেয়া চিত্র জব্দ করা হয়েছে।