একেই বলে টাইমিং

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২০ ১৬:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

সীমান্ত নিয়ে চীন ভারত যখন মুখোমুখি অবস্থানে তখনই ট্রাম কার্ড পেতে যাচ্ছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানায়, ২০১৬ সালের চুক্তি অনুযায়ী জুলাইয়ের শেষ নাগাত ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধবিমান 'রাফাল' যুক্ত হচ্ছে ভারতের বিমান বাহিনীতে। ফ্রান্সের তৈরি এ যুদ্ধবিমানটিতে আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল এর সুবিধা থাকছে। আগস্ট থেকেই বিমানগুলো যুদ্ধের জন্য প্রস্তুত হবে বলে বিমানবাহনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

৩৬টি 'রাফাল' এর জন্য ফ্রান্সের সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৫৯০০০ হাজার কোটি রুপির চুক্তি হয় ভারতের। 

তারই প্রেক্ষিতে জুলাইয়ে ৬টি 'রাফাল' পেতে যাচ্ছে তারা। অবশ্য এরজন্য কিছুটা তোড়জোড়ও করতে হয়েছে ভারতকে। ভারতীয় বিমানবাহিনীকে 'রাফাল' চালানোর প্রশিক্ষণ দেবে ফ্রান্স। বিমানগুলো হরিয়ানার অম্বালা বিমানবাহিনীর ঘাঁটি ‘গোল্ডেন অ্যারো (১৭ নম্বর) স্কোয়াড্রন’-এ যু্ক্ত হবে। দক্ষিণ ফ্রান্স থেকে সেগুলো চালিয়ে আনবে ভারতীয় বিমান বাহিনী।

পুণ্ড্রকথা/জাআ