লঞ্চডুবির ঘটনায় নিহতের পরিবার পাবে দেড় লাখ টাকা: নৌ প্রতিমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২০ ১৬:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৪ বার।

লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ হাজার টাকা দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানালেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনার পর তিনি এ ঘোষনা দেন। খবর ইউএনবি।    
তিনি বলেন, ‘নিহত প্রতিটি পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এটি কোনো দুর্ঘটনা হতে পারে না, এটি একটি পরিকল্পিত ঘটনা। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
লঞ্চডুবির ঘটনায় সোমবার ছয় নারী ও তিন শিশুসহ কমপক্ষে ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) শাজাহান শিকদার জানান, বেলা ১১টা ৩৩ মিনিটে লঞ্চটি শনাক্তের পর লাশগুলো উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে মনিং বার্ড ফরাশগঞ্জ ঘাটে ভেড়ার সময় বেগার দিতে গিয়ে ময়ুর-২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

পুণ্ড্রকথা/জাআ