ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সবার জন্য উন্মুক্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮ ১০:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭১৯৫ বার।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর স্নাতকোত্তর করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক পর যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হয়নি তাদের সুযোগ তৈরি হয়েছে। স্নাতক বা ব্যাচেলর হওয়ার পর এ বিশ্ববিদ্যালয়ে  বিভিন্ন বিভাগে এমবিএ, এমএ, এমএসএস, এমএসসি ডিগ্রির জন্য স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ভর্তির সুযোগ আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে এক বছর ও দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারেন।

ভর্তির প্রাথমিক যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সাধারণ ও সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি হওয়া যায়। দেশি-বিদেশি, সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের পড়াশোনায় দ্বিতীয় শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ-২.৫০ গ্রেড থাকলে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বিভাগ অনুসারে এই ন্যূনতম সিজিপিএতে কমবেশি দেখা যায়। বিশেষায়িত ও কারিগরি বিভাগে পড়াশোনায় নির্দিষ্ট বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন।

 

ভর্তির প্রক্রিয়া
স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। বছরে দুই থেকে তিনবার বিভিন্ন বিভাগে নানা মেয়াদের মাস্টার্স কোর্সে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। সাধারণত ডিসেম্বর এবং জুন মাসে জাতীয় দৈনিকগুলোতে ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ইনস্টিটিউট বা ব্যাংক থেকে ফি জমা দিয়ে ভর্তির ফরম সংগ্রহ করেন। সাধারণত প্রতি সেশনে বিভাগ ভেদে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় নির্ধারিত বিষয়সহ ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকে। প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। খবর প্রথম আলো অনলাইন 

পড়াশোনার খরচ
বিভাগ ভেদে স্নাতকোত্তরে ভর্তির জন্য খরচে ভিন্নতা দেখা যায়। ভিন্ন ভিন্ন কোর্সে, বিভিন্ন বিভাগ অনুসারে ৫০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

যে সব বিষয়ে পড়া যাবে
১, পপুলেশন সায়েন্স বিভাগে দুই বছর মেয়াদি মাস্টার্স অব পপুলেশন সায়েন্স প্রোগ্রাম।

২, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে দুই বছর মেয়াদি ইভিনিং এমএ কোর্স।
৩, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর/দুই বছর মেয়াদি এমএড (সান্ধ্য) কার্যক্রম।  বিএড (সম্মান)/ বিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারেন।

৪, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইভিনিং মাস্টার্স প্রোগ্রামের এক বছর মেয়াদি এমএসএস কোর্স।

৫, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট। 

৬, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ (এমজিএস) প্রোগ্রাম।
৭, সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স প্রোগ্রাম ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস।

৮, আধুনিক ভাষা ইনস্টিটিউটে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ডিগ্রি।
৯, টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ।

১০, কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগে দুই বছরের প্রোফেশনাল এমএসএস ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি (পিএমএসএলটি) ডিগ্রি।


১১, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও ব্যবসায় শিক্ষা অনুষদে দুই বছর মেয়াদি ইভিনিং ও সাধারণ এমবিএ করা যায়। আইবিএতে পেশাজীবীদের জন্য এক বছরের এক্সিকিউটিভ এমবিএ করার সুযোগ আছে।

১২।, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগে দুই বছর মেয়াদি মাস্টার্স অব প্রোফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ)কোর্স।
১৩, ইনস্টিটিউট অব এনার্জির এমএস ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিতে ৩৮ ক্রেডিটের দেড় বছর মেয়াদি স্নাতকোত্তর।

১৪, ভূগোল ও পরিবেশ বিভাগে এমএস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স।

১৫, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) এক বছর মেয়াদি মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি)।

১৬, বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে মেডিকেল ফিজিকস ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি।
১৭, সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে এমএস ইন ওশানোগ্রাফি।

বিস্তারিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইট ও বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে ভর্তির যোগ্যতা, নিয়মাবলি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: du.ac.bd
বায়োমেডিক্যাল ফিজিকস ও টেকনোলজি: bmpt.du.ac.bd
টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ: tfs.du.ac.bd
আইআইটি: iit.du.ac.bd
পপুলেশন সায়েন্স: dpsdu.edu.bd
ওশানোগ্রাফি: oceanographydu.com