নৌকায় নারীদের সমর্থন চাইলেন হাবিবর রহমান

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৯ বার।

নারীর ক্ষমতায়নসহ নারীর ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে নৌকা প্রতীকে নারীদের সমর্থন চাইলেন বগুড়া- ৫ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। বৃহস্পতিবার দুপুরে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী গ্রামে নারীদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে তিনি নারীদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

উঠান বৈঠকে এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। মহান মুক্তিযুদ্ধে নারীরা অন্যতম ভূমিকা পালন করেছে। বর্তমানে দেশ গঠনেও নারীদের অবদান উল্লেখযোগ্য।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নারীর ক্ষমতায় নিশ্চিত করেছেন। নারীর শিক্ষা, স্বাস্থ্যসহ রাষ্ট্রের সকল স্তরে নারীর জন্য সুযোগ সুবিধা তৈরী করেছেন। পিছিয়ে থাকা বাঙ্গালী নারীদের বিভিন্ন ভাবে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

হাবিবর রহমান আরো বলেন, নৌকার বিজয় মানে, বঙ্গবন্ধু কন্যার জয়। বঙ্গবন্ধু কন্যা জিতে গেলে, জিতে যাবে এদেশের নারীরা। এজন্য তিনি নারীদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। 

ভান্ডারবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম সোবহান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, গোসাইবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আ.লীগ নেতা হযরত আলী, ভুটান সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।