নওগাঁর নিয়ামতপুরে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রের উদ্বোধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮ ১২:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪০ বার।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ১০৬ নং শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
সোমবার ওই প্রকল্পের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান  এনামুল হক।  উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মাহ্ফুজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সহকারী পরিচালক আহসান হাবীব, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ওবাইদুল হক,সদস্য তুশিদ কুমার সরকার,ভাবিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহানা শারমিন প্রমূখ।  প্রকল্পটি বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও উপজেলা প্রশাসন আত্রাই নওগাঁ,বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস।