তরুণ প্রজন্মের মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা

বগুড়ায় সংলাপে নাগরিক অগ্রাধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৪ বার।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মের সাথে শান্তিতে বিজয় স্লোগানে বগুড়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থীদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শহরের মাটিডালি হোটেল ক্যাসেল সোয়াদে দিনব্যাপী সংলাপে নাগরিক অগ্রাধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
তরুণদের আয়োজনে শান্তিতে বিজয় সংলাপে তরুণ প্রজন্মের মুখোমুখি উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬ আসনের বর্তমান সাংসদ বিরোধী দলীয় চীফ হুইপ ও আসন্ন নির্বাচনে উক্ত আসনে মহাজোট মনোনিত প্রার্থী নুরুল ইসলাম ওমর এমপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোট মনোনিত প্রার্থী আমিনুল ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মামুনুর রশিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনিত প্রার্থীর পক্ষে জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির আহব্বায়ক আবুল বাশার। বগুড়ার বিভিন্ন সংগঠনের তরুণ নেতাদের উপস্থিতিতে এলাকার প্রধান প্রধান সমস্যা, ভোটাররা কেমন এমপি দেখতে চায়, নির্বাচনকে ঘিরে তাদের চাওয়া-পাওয়া কি, ভোটের দিনের পরিবেশ ও পরিস্থিতি সুষ্ঠু রাখা ইত্যাদি বিভিন্ন বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংসদ সদস্য প্রার্থীদের সামনে দলীয় উপস্থাপনা করা হয়। সেই সাথে বগুড়া সদরের সকল সমস্যা সমাধানে তাদের করণীয় এবং প্রার্থী হিসেবে তাদের প্রতিশ্রুতি কি হবে তা নিয়ে তরুণরা তাদের সাথে মুখোমুখি আলোচনা করেন। জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন কো-অর্ডিনেটর সৌরভ সাহার সঞ্চালনায় প্যানেল আলোচনায় সংসদ সদস্য প্রার্থীরা বগুড়ার উন্নয়নে তরুণ প্রজন্মকে নানা প্রতিশ্রুতি দেন। সংলাপে মহাজোট প্রার্থী বলেন, বগুড়া সদরের সার্বিক উন্নয়ন সাধনে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সে অসমাপ্ত কাজগুলো করতে চান। পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, বিশ^বিদ্যালয় স্থাপন, মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, যানযট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা শুরু সহ তিনি তরুণ প্রজন্মকে বলেন কেউ আগামী সময়ে কোন কাঁচা রাস্তায় হাঁটবেনা সকল রাস্তা পাকাকরণ করা হবে ইত্যাদি। একইসাথে বিএনপির প্রতিনিধি তাদের আমলে বগুড়ার কি কি উন্নয়ন হয়েছে তা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরেন সেই সাথে উন্নয়নের স্বার্থে তরুন প্রজন্মকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহবান জানান। একইভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোট মনোনিত প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরার পাশাপাশি এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি মর্মে নানা কথা বলেন। তারা জনগণকে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে তরুণ প্রজন্মের সহযোগিতা কামনা করেন। শিশু ও যুব সংগঠক সঞ্জু রায় এবং মিজানুর রহমানের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার পক্ষে সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী ও দেবদুলাল রায়, ইনডিপেনডেন্ট টেলিভিশন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়ার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী জোনের প্রধান আফসানা রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ভিবিডি বগুড়ার উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ, সুশীল সমাজের পক্ষে আবু হাসনাত সাঈদ, আব্দুল খালেক, কবি সিকতা কাজল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে শুক্রবার নির্বাচনী বিষয়ে তরুণদের অংশগ্রহণে নিয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।